বেশি ঋণ বিতরণের কারণে জনতা ব্যাংকের ৪১৮ কোটি টাকা জব্দ
ই-বার্তা
প্রকাশিত: ২০শে এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার
| সন্ধ্যা ০৭:১০
বাণিজ্য
ই-র্বাতা প্রতিবেদক, সমঝোতা স্মারকের (এমওইউ) নির্ধারিত ঋণ বিতরণের শর্তের চেয়ে বেশি ঋণ বিতরণ করার কারণে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ৪১৮ কোটি টাকা জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্রে থেকে জানা যায়, সম্প্রতি এই টাকা জব্দ করা হয়েছে।
জানা যায়, ২০১৬ সালে ব্যাংকটি নির্ধারিত ১২ শতাংশ ঋণ বিতরণ সীমার চেয়ে আরও ৩ শতাংশ বেশি ঋণ বিতরণ করে জনতা ব্যাংক। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সম্প্রতি ব্যাংকটির ৪১৮ কোটি টাকা জব্দের সিদ্ধান্ত নেয়।
জনতা ব্যাংককে টাকা জমা করতে ৫ দিন সময় বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক । এরই মধ্যে গত মঙ্গলবার সমপরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। তবে এ বিষয়ে জনতা ব্যাংকের কেউ কথা বলতে রাজি হননি।
উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর আধুনিকায়নে লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করে সরকার। এর থেকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এসব ব্যাংকের পরিচালন ব্যয়, পর্যাপ্ত মূলধন, ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায়, লোকসানি শাখা কমানোসহ বেশকিছু বিষয় নিয়ে প্রতি বছর সমঝোতা স্মারকের সই হয়।