পরমাণু সমঝোতা বিরোধী কাজ করছে ইরান ঃ ট্রাম্প
ই-র্বাতা
প্রকাশিত: ২১শে এপ্রিল ২০১৭, শুক্রবার
| দুপুর ০১:৪৫
আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, চূড়ান্ত পরমাণু সমঝোতা বিরোধী কাজ করছে ইরান।
ইরান ২০১৫ সালে সই করা চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ মেনে চলছে বলে মার্কিন প্রশাসন বক্তব্য দেয়ার মাত্র দু’দিনের মাথায় এমন ভিত্তিহীন অভিযোগ তুললেন ট্রাম্প।
ট্রাম্প দাবি করেন, আমি বলতে পারি যে ইরান এ চুক্তির চেতনা অনুয়ায়ী কাজ করছে না। তার প্রশাসন এ সমঝোতা বিশ্লেষণ করছে এবং অদূর ভবিষ্যতে এ নিয়ে বক্তব্য দেবে বলেও জানান ।
আমেরিকা সফররত ইতালির প্রধানমন্ত্রী পাওলো গেনেতিলোনির
সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সই করা চুক্তির বিরোধী মারাত্মক আচরণ ইরান করছে বলে আমি মনে করি। তিনি জেসিপিওএ’কে তার ভাষায় ‘ভয়াবহ চুক্তি’ হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, এটি সই হওয়াই উচিত ছিল না। এ সমঝোতা নিয়ে যে ধরণের আলোচনা হয়েছে সে ধরণের আলোচনা হওয়াও উচিত ছিল না।
পরবর্তী খবর জনপ্রিয়তা কমার রেকর্ড ট্রাম্পের