জনপ্রিয়তা কমার রেকর্ড ট্রাম্পের
ই-র্বাতা
প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০১৭, সোমবার
| সন্ধ্যা ০৬:৩১
আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রথম ১০০ দিনে জন সমর্থন কমার ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রতি জন সমর্থন কমে ৪২ শতাংশে দাঁড়িয়েছে এবং ১৯৪৫ সালের পর আর কোনো মার্কিন প্রেসিডেন্টে জন সমর্থন প্রথম ১০০ দিনে এতোটা নিচে নেমে আসেনি।
ক্ষমতায় থাকার প্রথম ১০০ দিন পর ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামার জনপ্রিয়তা ৬৯ শতাংশ ছিল। প্রথম ১০০ দিনে প্রায় একই পরিমাণ জনপ্রিয়তা ছিল এর আগের সব মার্কিন প্রেসিডেন্টের।
এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্টের যৌথ ভাবে চালানো মতামত জরিপে আরো উঠে এসেছে যে, প্রতি ১০ জনের মধ্যে ছয়জনই ট্রাম্পের সততা এবং তার ওপর আস্থা রাখার বিষয় সন্দেহ প্রকাশ করেছেন। পাশাপাশি মার্কিন নাগরিকদের সমস্যা সম্পর্কে তার কোনো ধারণা নেই বলেও মনে করা হচ্ছে।
এ ছাড়া, মতামত জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেকেরও বেশি অর্থাৎ প্রায় ৫৬ শতাংশ মনে করেন প্রথম ১০০ দিনে বেশি কিছু অর্জন করতে পারেন নি ট্রাম্প।
এ মতামত জরিপ দৈবচয়নের ভিত্তিতে ১০০৪ জন মার্কিন নাগরিকের ওপর ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চালানো হয়েছে।