লাখী আখন্দের প্রথম জানাজা সম্পন্ন


ই-র্বাতা প্রকাশিত: ২২শে এপ্রিল ২০১৭, শনিবার  | দুপুর ১২:৩০ বিশেষ প্রতিবেদন

রাজধানীর আরমানিটোলা জামে মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে কিংবদন্তী সংগীত শিল্পী লাকী আখন্দের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য লাখী আখন্দের মরদেহ বেলা সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

গতকাল সন্ধ্যায়,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠ সৈনিক রাজধানীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন। এই নীল মণিহার, আমায় ডেকো না, আগে যদি জানতামের মতো বেশকিছু জনপ্রিয় গানের এই শিল্পী দীর্ঘদিন ভুগছিলেন ফুসফুসের ক্যান্সারে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর

এদিকে, লাকী আখন্দের মৃত্যুর সংবাদে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে অনেকেই শেষ বারের মত দেখতে যান।

লাকী আখন্দের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ