আজ পবিত্র শবে মেরাজ


ই-র্বাতা প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০১৭, সোমবার  | বিকাল ০৪:০৪ বিশেষ প্রতিবেদন

পবিত্র এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মেরাজ গমন করেন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য। এবং পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন।

মেরাজ শব্দটি আরবি, এর অর্থ ঊর্ধ্বারোহণ। আল্লাহর ইচ্ছায় বোরাক নামক বাহনে চড়ে তিনি উর্ধাকাশে গমন করেন।এসময় তিনি জান্নাত জাহান্নাম এবং সপ্তম আসমানে অবস্থানরত আটজন নবীর সাথে সাক্ষাত করেন।

পারিভাষিক অর্থে নবুওয়াতের একাদশ সালের ২৭ রজবের বিশেষ রাতের শেষ প্রহরে হযরত মুহাম্মদ (সা.) হযরত জিব্রাঈলের (আ.) সঙ্গে আল্লাহর নির্দেশে তার খাস রহমতে বায়তুল্লাহ হতে বায়তুল মুক্বাদ্দাস পর্যন্ত বোরাকে ভ্রমণ, অতঃপর সেখান থেকে অলৌকিক সিঁড়ির মাধ্যমে সপ্ত আসমান পেরিয়ে আরশে আল্লাহর সান্নিধ্যে গমন ও পুনরায় বায়তুল মুক্বাদ্দাস হয়ে বোরাক্বে আরোহন করে প্রভাতের আগেই মক্কায় নিজ গৃহে প্রত্যাবর্তনের ঘটনাকে মে’রাজ বলা হয়।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ