রাজধানীতে নির্মিত হবে নতুন ফ্লাইওভার


ই-বার্তা প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০১৭, রবিবার  | সন্ধ্যা ০৭:৩১ রাজধানী



ই-বার্তা প্রতিবেদক ।। রাজধানীতে নির্মাণ করা হবে নতুন ফ্লাইওভার ।৬৬৪ মিটারের এই ফ্লাইওভারটি নির্মিত হবে কদমতলী থেকে চুনপুটিয়া পর্যন্ত।রোববার বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান ‘কদমতলী ইন্টার সেকশন থেকে দক্ষিণে বাবুবাজার ব্রিজ হয়ে চুনপুটিয়া ইন্টারসেকশন পর্যন্ত রাজউকের এই ফ্লাইওভার হবে। ৬৬৪ মিটারের ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।তবে উন্নয়নের যন্ত্রণা যেন না হয় সেজন্য এফিসিয়েন্ট ট্রাফিক ব্যবস্থা রাখতে হবে। এ জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।‘

এটি নির্মাণ ছাড়াও গাবতলী থেকে নবীনগর পর্যন্ত রাস্তা প্রশস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিমতলীতে নির্মিত হবে বাস টার্মিনাল ।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ