রানা প্লাজায় স্মৃতি খুঁজতে প্রিয়জনের ভিড়, পুলিশের বাধা
ই-র্বাতা
প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০১৭, সোমবার
| বিকাল ০৩:০৯
রাজধানী
কিছুটা সান্ত্বনার আশায় ট্র্যাজেডির দিনটিতে রানা প্লাজা এলাকায় প্রিয়জন হারানোরদের ভিড় জমে। চার বছর আগে এমন এক দিনে রানা প্লাজা কেড়ে নিয়েছে এসব মানুষের প্রিয়জন। তবে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
রানা প্লাজা ভবন ধসের চার বছর পর নিশ্চিহ্ন হয়ে যাওয়া সেই রানা প্লাজায় প্রিয়জনের স্মৃতি খুঁজতে ভিড় করেন স্বজনহারা মানুষেরা। তবে, পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের। নিহতদের স্মরণ করে রানা প্লাজার মালিক সোহেল রানাসহ দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্বজনরাসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
কাউকে যেন এভাবে আপনজন হারাতে না হয় এমন দাবি স্বজন হারাদের। তবে পুলিশের বাধা অতিক্রম করে নিহতদের সম্মান জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন।
এছাড়া রানা প্লাজা এলাকায় নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
আগের খবর রাজধানীতে নির্মিত হবে নতুন ফ্লাইওভার
পরবর্তী খবর মদ খেয়ে বিল না দেওয়ার পিটিয়ে হত্যা