সিরিয়া সীমান্তে আবারো অস্থিরতা


ই-বার্তা প্রকাশিত: ২২শে মার্চ ২০১৭, বুধবার  | রাত ০৮:৫৫ মধ্যপ্রাচ্য

ই-বার্তা ডেস্ক : কুর্দি গেরিলাদের গুলিতে তুর্কি সেনা নিহত হওয়ার ঘটনায় সিরিয়া সীমান্তে আবারো অস্থিরতা বিরাজ করছে।বুধবার তুর্কি সেনাবাহিনী ও কুর্দি গেরিলাদের মধ্যে সংঘর্ষ আরো ঘনীভূত হয়।এতে আহত হয় ১০ বেসামরিক ব্যক্তি ।কুর্দি গেরিলারা জানায় তুরস্ক থেকে এখনও সিরিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোতে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে ।কুর্দি স্নাইপারের গুলিতে একজন সেনা প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে তুর্কি সেনাবাহিনী ।আর কুর্দি গেরিলারা বলছে তুর্কি হামলার প্রতিশোধ নেয়া হবে।




e-barta/m

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ