সিলেটের কলেজের সিঁড়ির নিচে পাওয়া বস্তুটি বোমা নয় ঃ র্যা ব
ই-র্বাতা
প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০১৭, বুধবার
| দুপুর ০২:৫৯
সিলেট
সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম ক্যাম্পাসে পাওয়া বস্তুটি বোমা নয়। ঢাকা থেকে যাওয়া র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বুধবার পলিথিনে মোড়ানো বস্তুটি পরীক্ষা করে জানায়, এটা বোমা নয়, কাগজের পুঁটলি।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বিগ্রেডিয়ার জেনারেল (অব) জুবায়ের সিদ্দিকী বলেন, প্রতিষ্ঠানেরই দশম শ্রেণীর ছাত্র এবাদুর রহমান এমনটি করেছে এবং বিষয়টি সে আইনশৃঙ্খলা বাহিনী ও স্কুল কর্তৃপক্ষের কাছে স্বীকারও করেছে।‘বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়ার বোমার ছবি দেখে কাগজপত্র টেপ দিয়ে মুড়ে বোমাসদৃশ বস্তুটি বানিয়েছিলো সে। তার ধারণা ছিলো, এতে মানুষ উদ্বিগ্ন হবে এবং সে মজা পাবে। এর সঙ্গে রাজনৈতিক দল বা সংগঠনের সংশ্লিষ্টতা নেই। ওই ছাত্র এখন পুলিশের হেফাজতে রয়েছে।
মঙ্গলবার সকালে সিলেট নগরীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম ক্যাম্পাসের সিঁড়ির নিচে বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।
ক্যাবল ও সার্কিট রয়েছে এমন তথ্যে র্যা ব-৯ এর বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে জানায় এটি শক্তিশালী বোমা হতে পারে।