এবার ক্ষেপণাস্ত্র পরিক্ষা চালালো যুক্তরাষ্ট্র
ই-র্বাতা
প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার
| সকাল ১১:৩৫
আমেরিকা
ই-বার্তা প্রতিবেদক।। ক্ষেপণাস্ত্র এবং পরমাণু পরীক্ষা নিয়ে যখন উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা তুঙ্গে তখন পরীক্ষা চালানো হলো। মার্কিন বিমান বাহিনী পরমাণু বোমা বহনে সক্ষম একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। এতে চলমান উত্তেজনা আরেক দফা বাড়বে বলে আশংকা করা হচ্ছে।
মিনিটম্যান-৩ নামের ক্ষেপণাস্ত্র ভ্যাডেনবার্গ বিমান ঘাঁটি থেকে ছোঁড়া হয়। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ১৩০ উত্তরপশ্চিমে এ ঘাঁটি অবস্থিত। ক্ষেপণাস্ত্রটি মার্শাল দ্বীপপুঞ্জের ওয়াজালেইন অ্যাটোলের একটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
মার্কিন বিমান বাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা, প্রস্তুতি এবং নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা যাচাইয়ে এ পরীক্ষা চালানো হয়। পরমাণু সক্ষমতা যাচাইয়ের জন্য নিয়মিত এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে হয়।
পিয়ংইয়ংয়ের সঙ্গে যখন টানাপড়েন চলছে তখন এ রকম পরীক্ষাকে শান্তিবাদী সংগঠনগুলো ওয়াশিংটনের দ্বিমুখী নীতি হিসেবে অভিহিত করেছে। তারা বলেছে, একদিকে ওয়াশিংটন নিজের পরীক্ষাকে ন্যায়সঙ্গত এবং উত্তর কোরিয়ার পরীক্ষাকে হুমকি প্রমাণ করতে চাইছে।
আগের খবর জনপ্রিয়তা কমার রেকর্ড ট্রাম্পের
পরবর্তী খবর কিম জং উন ‘প্রিটি স্মার্ট কুকি’ঃ ট্রাম্প