পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল হয়েছে : প্রধানমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ২৩শে মার্চ ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:৩২ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা প্রতিবেদক : পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার ২০১৭ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন “কানাডার ফেডারেল কোর্ট যার রায়ও দিয়ে বলেছে, এ সমস্ত মিথ্যা, বানোয়াট ও ভুয়া অভিযোগ। এখানে কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।’


নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার প্রসঙ্গ টেনে তিনি বলেন ‘আমি অন্তত এইটুকু বলতে পারি, এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে।’


বাংলাদেশকে মিথ্যা দোষারোপ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর শিক্ষা হয়েছে বলে বক্তব্যে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন “বাংলাদেশকে যে অবহেলা করা যায় না, তা এ সমস্ত আন্তর্জাতিক সংস্থা.. যারা কথায় কথায় মিথ্যা দোষারোপ দিয়ে তাদের কাছে নতজানু করে রাখতে চায়; তারা সে শিক্ষাটা পেয়ে গেছে।’




e-barta/m

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ