চার হাজার কর্মকর্তা বহিস্কার করল তুরস্ক


ই-বার্তা প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০১৭, রবিবার  | সকাল ১১:২০ ইউরোপ

ই-বার্তা প্রতিবেদক।। বিচার বিভাগের এক হাজারের বেশি কর্মী সহ তুরস্ক সরকার দেশটিতে গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে আরো প্রায় ৪,০০০ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে চাকুরিচ্যুত করেছে। এদের মধ্যে রয়েছেন প্রায় দেড় হাজার সেনা সদস্য এবং বিমান বাহিনীর অন্তত ১০০ পাইলট।

শনিবার আলাদা এক ডিক্রিতে তুর্কি সরকার দেশটিতে টিভি ডেটিং শো নিষিদ্ধ করেছে। একইসঙ্গে দেশটিতে অনলাইন এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে গত বুধবার এরদোগান সরকার ৯,০০০ পুলিশ কর্মকর্তাকে চাকুরিচ্যুত এবং অন্তত ১,০০০ পুলিশকে আটক করে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা আমেরিকায় বসবাসরত বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন।

প্রেসিডেন্ট এরদোগান গত বছরের অভ্যুত্থান প্রচেষ্টার জন্য গুলেনকে অভিযুক্ত করলেও নির্বাসনে থাকা এই নেতা তা অস্বীকার করেছেন।

শনিবার সরকারি গেজেট প্রকাশ করে বলা হয়েছে, যারা চাকুরিচ্যুত হয়েছেন তাদের সবার সঙ্গে ‘জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টিকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ সঙ্গে যোগসাজশ রয়েছে।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ