কালবৈশাখি ঝড়ে ডুবে গেল ভিজিএফের তিন’শ ৬০ বস্তা চাল


ই-বার্তা প্রকাশিত: ১লা মে ২০১৭, সোমবার  | দুপুর ০১:৪০ সিলেট

ই-বার্তা প্রতিবেদক।। সুরমা নদীতে ডুবে গেছে ভিজিএফের তিন’শ ৬০ বস্তা চালসহ একটি নৌকা। এছারা জেলার নয়টি ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে প্রায় দুই হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

রোবরার রাতে মল্লিকপুরে এঘটনা ঘটে। সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান জানিয়েছেন, নয়টি ইউনিয়নে বিধ্বস্ত বাড়ি-ঘরের বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।
তিনি আরও জানান, সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে নেয়ার জন্য গতকাল সন্ধ্যায় মল্লিকপুর সরকারি খাদ্য গুদাম থেকে চাল বের করে নৌকায় নিয়ে রাখা হয়।

চালবোঝাই নৌকাটির আজ সকালে ওই ইউনিয়নে যাওয়ার কথা ছিলো। কালবৈশাখী ঝড়ে চালভর্তি ওই নৌকাটিও ডুবে যায়। চালের বস্তাগুলো উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

সর্বশেষ সংবাদ

সিলেট এর আরও সংবাদ