দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আজ
ই-বার্তা
প্রকাশিত: ২রা মে ২০১৭, মঙ্গলবার
| সকাল ১১:৩৫
রাজনীতি
ই-বার্তা প্রতিবেদক।।দশম জাতীয় সংসদের (জেএস) ১৫তম অধিবেশন আজ মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হচ্ছে। সংসদ সচিবালয় সূত্র এ খবর জানিয়েছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২(১) ধারা অনুযায়ী জাতীয় সংসদের এই অধিবেশন আহ্বান করেন।
পূর্ববর্তী অধিবেশনের ৬০ কর্মদিবসের মধ্যে নতুন অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে এই অধিবেশন আহ্বান করা হয়েছে। এটি হবে প্রাক-বাজেট সংক্ষিপ্ত অধিবেশন।
সূত্র আরো জানায়, চলতি মাসের শেষ দিকে যেকোনো দিন বাজেট অধিবেশন আহ্বান করা হতে পারে।
জাতীয় সংসদের সর্বশেষ (১৪তম) অধিবেশন গত ২২ জানুয়ারি শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত চলে।