যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি


ই-বার্তা প্রকাশিত: ২রা মে ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:৪৫ রাজনীতি

ই-বার্তা প্রতিবেদক।। আগামী নির্বাচনে যে কোনো পরিস্থিতিতে অংশ নিতে চায় বিএনপি। দলের চেয়ারপাসন খালেদা জিয়া। প্রাথমিকভাবে তিনশ আসনের প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করেছেন। সেই তালিকা যাচাই-বাছাইয়ে এখন তৃণমূলে কাজ করছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।

বিএনপির সিনিয়র নেতারা মনে করছেনদুঃসময় কাটিয়ে ঘুরে দাঁড়াতে আগামী নির্বাচনকে একটি বড় সুযোগ, ২০১৪ সালের মতো এবার বিএনপিকে ছাড়া নির্বাচন করতে পারবে না সরকার। তাই এবারের ভোট নিয়ে আত্মবিশ্বাসী তারা।

আর এ কারণেই তৃণমূলের মত জানতে সাংগঠনিক জেলা সফর করছেন কেন্দ্রের নেতারা। মনোনয়ন প্রত্যাশীদের যোগ্যতা ও জনপ্রিয়তা জানার জন্য এলাকায় যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা।

নির্বাচনকে নিয়ে এই ইতিবাচক মনোভাব ও প্রস্তুতি আম্ভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে বিএনপিকে সংগঠিত করতে ভূমিকা রাখবে বলেও মনে করছে তারা।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ