সব ধরনের মৎস্য আহরণ নিষেধ
ই-বার্তা
প্রকাশিত: ২রা মে ২০১৭, মঙ্গলবার
| দুপুর ০১:০২
চট্টগ্রাম
ই-বার্তা প্রতিবেদক।। সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও ভারসাম্য রক্ষার্থে রাঙামাটির কাপ্তাই হ্রদে অনির্দিষ্টকালের জন্য মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির ব্যবস্থাপক মোহাম্মদ আজাদুজ্জামান জানান, সোমবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করার কথা।
জেলা ম্যাজিস্ট্রেট প্রকাশ কান্তি চৌধুরী এক আদেশে বলেন, কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধের লক্ষ্যে গত ১১ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ সভা হয়।
সভায় কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষায় হ্রদের সমগ্র এলাকা এবং কাপ্তাই থেকে বাঘাইছড়ি পর্ষন্ত কর্ণফুলী নদীর রাঙামাটি সীমানায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্ষন্ত সকল প্রকার মৎস্য আহরণ, বাজারজাত, শুকানো ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এ সময় জেলার সব বরফ কলও বন্ধ থাকবে বলে তিনি ওই আদেশে জানানো হয়।
আগের খবর ইউপি নির্বাচনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
পরবর্তী খবর দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০