ইউপি নির্বাচনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০১৭, মঙ্গলবার
| সন্ধ্যা ০৬:১৬
চট্টগ্রাম
জেলা প্রতিনিধি।।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘঠে এতে এক শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইবনে আমিন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘঠে।
আহতরা হলেন মো. এরশাদ উল্লাহ (২৮), খোরশেদ আলম (৩০) ও তৃতীয় শ্রেণি পড়ুয়া শারমিন আক্তার (১০)। এদের মধ্যে এরশাদ ও শারমিনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
উল্লেখ, তিন দফা স্থগিত হওয়ার পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
আগের খবর ১৩০ বছরে পদার্পন করল চট্টগ্রাম বন্দর
পরবর্তী খবর সব ধরনের মৎস্য আহরণ নিষেধ