বেঙ্গালুরুকে হারিয়ে মুম্বাই শীর্ষে


ই-বার্তা প্রকাশিত: ২রা মে ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৪:৫৮ ক্রিকেট

পারলেন না বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সরা; আর তাতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। হারের বৃত্তেই তাই ঘোরপাক খেতে হচ্ছে গত আইপিএলের রানার্স-আপ দলটিকে। এবার প্লে-অফের আশা নেই। তাই শেষ দিকে ভালো কিছু নিয়ে বিদায় নিতে পারলেও চলতো।

সেটাই বা আর হচ্ছে কই? আজ যেমন বেঙ্গালুরু পেল আরেকটি হারের স্বাদ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোহলির দলকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ের সুবাদে লিগ টেবিলের শীর্ষে উঠে গেল রোহিত শর্মার দল।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ