আবারও সেই ৯৯
ই-বার্তা
প্রকাশিত: ৩রা মে ২০১৭, বুধবার
| দুপুর ১২:০৫
ক্রিকেট
ই-বার্তা প্রতিবেদন।। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯৯ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। এর আগে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনবার ৯৯ রানের আক্ষেপে পুড়তে হলো পাকিস্তানের বিদায়ী টেস্ট অধিনায়কে।
সোমবার শুরু হওয়া ম্যচে প্রথমে ব্যাট করতে নেমে ৩১২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদ ও আজহার আলী ১৫৫ রানের জুটিতে শুরুটা ভাল করেছিল পাকিস্তান। ৩ উইকেটে ৩১৬ থেকে ৭ উইকেটে ৩২৯ রানে পরিণত হয় । শেষ দিকে ইয়াসির শাহর ২৪, শাদাব খানের ১৬ আর মোহাম্মদ আমিরের ১০ রানে পাকিস্তানের সংগ্রহ হয় ৩৯৩।
তৃতীয় দিনের শেষের দিকে ৮১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে এক উকেটে ৪০ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
আগের খবর আজীবন নিষিদ্ধ ঢাকার দুই ক্লাব
পরবর্তী খবর বেতন বাড়ল ক্রিকেটারদের