আবারো ইয়াসিরের ম্যাজিক


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা মে ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:৪৬ ক্রিকেট

ই-বার্তা প্রতিবেদন।। প্রথম টেস্টের পর ইয়াসিরের ম্যাজিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। চর্তুথ দিন শেষে ১ উইকেট হাতে রেখে ১৮৩ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

বুধবার ম্যাচের চতুর্থ দিন হোপের ব্যাটিং নৈপুণ্যে পাকিস্তানকে শক্ত টার্গেট দেওয়ার আশা দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেট হাতে রেখে ১৫৪ রানের লিড নিয়ে ক্যারিবীয়রা শেষদিন সকাল সকাল ইনিংস ঘোষণার আভাস দিচ্ছিল। কিন্তু হোপ ৯০ রানে ইয়াসিরের বলে আজহার আলীকে ক্যাচ দিলে সব সম্ভাবনা শেষ হয়ে যায়। মাত্র ৮ বলে ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ৯ উইকেটে ২৬৪ রানে দিন শেষ করে। বৃহস্পতিবার ম্যাচের পঞ্চম দিনের খেলা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ