কে পাচ্ছে টাইগারদের স্পন্সর?
ই-বার্তা
প্রকাশিত: ৪ঠা মে ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৩:২০
ক্রিকেট
ই-বার্তা প্রতিবেদন।। কে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর, রবি নাকি প্রাণ গ্রুপ? হয়তো আজই জানা যাবে।
আজ বিকাল ৪টায় টিম স্পন্সরশীপের টেন্ডার জমা দেয়ার শেষ তারিখ। তারপরেই নির্ধারণ হবে টাইগারদের নতুন স্পন্সর।
স্পন্সরশীপ কেনার জন্য এগিয়ে আছে রবি আর প্রাণ গ্রুপ। রবি ও প্রাণের পাশাপাশি আগ্রহ দেখিয়েছে গ্রামীণফোন, মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ ও বিকাশ। বিসিবির ফ্লোর প্রাইস ৬০ কোটি টাকা। অবশ্য গ্রামীণফোন, মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ ও বিকাশের আর্থিক শর্ত বাদ পড়েছে। টিকে আছে রবি আর প্রাণ। এ দুইয়ের মধ্যে হবে লড়াই।
এদিকে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ব্যস্ত বাংলাদেশ দল। ইংল্যান্ডে নিজেদের প্রস্তুত করছেন মাশরাফি বাহিনী। প্রথম প্রস্তুতিতে মুশফিকুর রহিমের নেতৃত্বে নরফোক একাদশের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করেছিল সফরকারীরা। অবশ্য বৃষ্টির বাগড়ায় ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়।
আগের খবর আবারো ইয়াসিরের ম্যাজিক
পরবর্তী খবর পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না কোহলিরা