এশিয়ার অর্থনীতিক উন্নতিকে কেউ ঈর্ষা করবেন না:এডিবি
ই-বার্তা
প্রকাশিত: ৬ই মে ২০১৭, শনিবার
| দুপুর ০১:১৩
বাণিজ্য
ই-বার্তা প্রতিবেদক।।এশিয়ার অর্থনীতিক উন্নতিকে কেউ ঈর্ষা করবেন না বলেছেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও।৫০তম বার্ষিক সম্মেলনের এক সেমিনারে এডিবি প্রেসিডেন্ট বাংলাদেশ, ভারত, চীন, ভিয়েতনামসহ কয়েকটি দেশের উদাহরন দিয়ে বলেন এখানে কোন “লুকোচুরি” নেই লাতিন আমেরিকা বা অন্য অঞ্চলের চেয়ে এশিয়ার রাজনৈতিক নেতৃত্বের দুরদর্শিতারও কথা।
বাংলাদেশের অর্থমন্ত্রী বলেছেন, বিশ্ব প্রেক্ষাপটে আগামী ৫০ বছরে এডিবি আরো শক্তিশালী হবে।
যে কোন বিচারে বিশ্ব অর্থনীতিতে দ্রুত উন্নতি করছে এমন দেশের তালিকায় প্রাধান্য এশিয়ার। তারপরও বেশি সংখ্যক অতি দরিদ্র মানুষের বাসও এই অঞ্চলে। ২০৩০ সালের মধ্যে কিভাবে এই মানুষের আর্থিক অবস্থা বদলে দেয়া যায়, এ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় হয় জাপানের ইয়োকোহোমা কনভেনশন সেন্টারে। বক্তব্য রাখেন এডিবি প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও।
আয়োজক দেশ জাপানের উপ-প্রধানমন্ত্রী তারো আসো মনে করেন, অর্থনীতিতে ভালো করার কোন শটকার্ট রাস্তা নেই। সাফল্যের একমাত্র গোপন রহস্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া।
পরবর্তী খবর জিজ্ঞাসাবাদ সম্পন্ন হল মুসা বিন শমসেরের