জিজ্ঞাসাবাদ সম্পন্ন হল মুসা বিন শমসেরের


ই-বার্তা প্রকাশিত: ৭ই মে ২০১৭, রবিবার  | রাত ০৯:৪৪ বাণিজ্য



ই-বার্তা প্রতিবেদক।।আজ বিকেল ৩টা থেকে দুই ঘন্টাব্যাপী প্রিন্স মুসা বিন শমসেরকে শুল্ক গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছে। দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি শুল্ক গোয়েন্দার সদর দপ্তরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ২১ মার্চ শুল্ক গোয়েন্দার দল প্রিন্স মুসার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দেয়া বিলাসবহুল রেন্জ রোভার গাড়ি আটক করে। গাড়িটি শুল্ক পরিশোধের ভূয়া কাগজ দিয়ে ভোলা বিআরটিএ থেকে জনৈক ফারুক উজ-জামান চৌধুরীর নামে রেজিস্ট্রেশন করানো হয়।

গাড়িটি প্রিন্স মুসা বিন শমসের নিজে গাড়িটি ব্যবহার করে আসছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর তার দখল থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে নিজেকে নির্দোষ দাবি করেন। শুল্ক ফাঁকির সাথে তিনি জড়িত নন মর্মে বলেন।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য এর আরও সংবাদ