ঢাকা ছাড়লেন সাকিব- মোস্তাফিজ
ই-বার্তা
প্রকাশিত: ৬ই মে ২০১৭, শনিবার
| দুপুর ০১:৫৭
ক্রিকেট
ই-বার্তা প্রতিবেদন।।
ইংলান্ডে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ঢাকা ছেড়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।শুক্রবার দিবাগত রাত ১:১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে লন্ডনের উদ্দেশে রওনা দেন তারা।
অন্যদিকে স্ত্রী ও ছেলে অসুস্থ হওয়ার কারণে হঠাৎ দেশে ফিরে আসেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলের সঙ্গে যোগ দিতে আজ শনিবার সন্ধায় দেশ ছাড়বেন মাশরাফি।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছেন তামিম-মুশফিকরা। ইতিমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। দুটি ম্যাচেই খেলেননি সাকিব-মুস্তাফিজ ও মাশরাফি। ডিউক অব নরকোফের বিপক্ষে ম্যাচটি ড্র হলেও সাসেক্স একাদশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
আগামী ৭ মে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ১২ মে আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে মাশরাফিরা।
পরবর্তী খবর ১৪৬ রানের জয়ে প্লেঅফে মুম্বাই