১৪৬ রানের জয়ে প্লেঅফে মুম্বাই
ই-বার্তা
প্রকাশিত: ৭ই মে ২০১৭, রবিবার
| দুপুর ০১:৫৩
ক্রিকেট
ই-বার্তা প্রতিবেদন।।
দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ১৪৬ রানের বড় জয় পেয়েছে মুম্বাই। এ জয়ে সবার আগে প্লেঅফ নিশ্চিত করল তারা।
শনিবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২১২ রান তোলে মুম্বাই। দুই ক্যারিবীয় তারকা লেন্ডন সিমন্স ও কিয়েরন পোলার্ড ঝড় তোলেন। সিমন্সে ৬৬ রান এসেছে ৪৩ বলে, আর পোলার্ড ৬৩ রানে অপরাজিত ছিলেন ৩৫ বলে। দুজনেই ব্যাট থেকে ৫টি চার ও ৪টি ছয় আসে। শেষদিকে হার্দিক পান্ডের ১৪ বলে ২৯ রান দারুণ কাজে লেগেছিল।
জবাব দিতে নেমে শুরু থেকে বিপদে পড়ে দিল্লি। মাত্র ১৩.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৬৬ রান করেন দিল্লি। দিল্লির সর্বোচ্চ ২১ রান করেন করুন নায়ার। এছাড়া কোরি এন্ডারসন ও প্যাট কামিন্স ১০ রান করে করেন।
এ জয়ে ১১ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকল মুম্বাই। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ২ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় রাইজিং পুনে সুপারজায়ান্ট।
আগের খবর ঢাকা ছাড়লেন সাকিব- মোস্তাফিজ
পরবর্তী খবর চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুত ভারত