পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না কোহলিরা
ই-বার্তা
প্রকাশিত: ৬ই মে ২০১৭, শনিবার
| দুপুর ১২:২৪
ক্রিকেট
ই-বার্তা প্রতিবেদক।।
আইপিএলে টানা চার ম্যাচ হেরেছে কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার দিনের একমাত্র ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ১৯ রানে হারেন তারা।
টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রানের সহজ টার্গেট ছুড়ে দেয় পাঞ্জাব। দলের হয়ে অক্ষর প্যাটেল ৩৮*, ভোহরা ২৫, সাহা ২১ রান করেন।
১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি বেঙ্গালুরু।১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেন। দলের হয়ে মন্দিপ সিং সর্বোচ্চ ৪৬ রান করেন কিন্তু ক্রিস গেইল শূন্য, কোহলি ৬ রান ও এবি ডিলিয়ার্স ১০ রানে বিদায় নিলে ১৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বেঙ্গালুরু।
এই ম্যাচ জিতে প্লে অফে জায়গা করে নেওয়ার সম্ভাবনা উজ্জল করে রেখেছে পাঞ্জাব।
আগের খবর কে পাচ্ছে টাইগারদের স্পন্সর?
পরবর্তী খবর ঢাকা ছাড়লেন সাকিব- মোস্তাফিজ