চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুত ভারত
ই-বার্তা
প্রকাশিত: ৭ই মে ২০১৭, রবিবার
| বিকাল ০৩:১০
ক্রিকেট
ই-বার্তা প্রতিবেদন।।
আইসিসির সঙ্গে লভ্যাংশ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ না নেওয়ার হুমকিই দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে দলও ঘোষণা করেনি ভারত। তবে শেষপর্যন্ত অবসান হয়েছে সব নাটকের। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বিসিসিআইর পক্ষ থেকে।
সোমবার দল ঘোষণা করা হবে বলেও জানান বিসিসিআই।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণার শেষ সময় ছিল গত ২৫ এপ্রিল। এ সময়ের মধ্যেই দল ঘোষণা করেছিল সাতটি দেশ। বাকি ছিল শুধু ভারত। আইসিসির কোনো অনুমতির তোয়াক্কা না করেই দল ঘোষণার বিষয়টি ঝুলিয়ে রেখেছিল ক্রিকেটবিশ্বের অন্যতম এই পরাশক্তি। ফলে শেষ পর্যন্ত তারা অংশ নেবে কি না, সেই আলোচনাও শুরু হয়েছিল জোরতালে।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ভারতকে খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ৪ জুন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি মিশন।
আগের খবর ১৪৬ রানের জয়ে প্লেঅফে মুম্বাই
পরবর্তী খবর আমলার দুর্দান্ত সেঞ্চুরি পরেও পাঞ্জাবের হার