আমলার দুর্দান্ত সেঞ্চুরি পরেও পাঞ্জাবের হার


ই-বার্তা প্রকাশিত: ৮ই মে ২০১৭, সোমবার  | সকাল ১১:২২ ক্রিকেট


ই-বার্তা
আমলার সেঞ্চুরি পরেও গুজরাটের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে পাঞ্জাব।

রবিবার রাতে গুজরাটের বিপক্ষে প্রোটিয়া তারকার ১০৪ রানের উপরে ভর করে ৩ উইকেটে ১৮৯ রান করেন পাঞ্জাব। আমলার ৬০ বলের ইনিংসে ছিল ৮ চার ও ৫ ছয়। শন মার্শের (৫৮) সঙ্গে ১২৫ রানের জুটি গড়েন তিনি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ঝড় তোলে গুজরাট। ইশান কিষাণের সঙ্গে ৯১ রানের জুটি গড়েন স্মিথ। ৩৯ বলে ৮ চার ও ৪ ছয়ে ৭৪ রান করেন স্মিথ। স্মিথের দেখানো পথে সুরেশ রায়না ও দিনেশ কার্তিক ছোটখাটো ঝড় তোলেন। রায়না ২৫ বলে ৩৯ রানে আউট হলেও ২৩ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন কার্তিক। ১৯.৪ ওভারে ৪ উইকেটে ১৯২ রান করে গুজরাট।

১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে পাঞ্জাব। চতুর্থ দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে তাদের ব্যবধান ৩ পয়েন্টের। আর নিজেদের চতুর্থ জয়ে ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে গুজরাট।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ