গাজীপুরে হাইওয়ে পুলিশের পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান


ই-বার্তা প্রকাশিত: ১০ই মে ২০১৭, বুধবার  | বিকাল ০৩:৫০ ঢাকা বিভাগ

ই-বার্তা।। গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে ও আশপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অভিযান চলে।

এসময় উড়াল সেতুর নিচে, মহাসড়কের দু’দিকে, শ্রীপুর-মাওনা, মাওনা-কালিয়াকৈর ও ফুটপাথসমূহে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে স্তূপ করা হয়। পরে সেগুলো শ্রীপুর পৌরসভা পরিচ্ছন্নকর্মীদের সহযোগিতায় ভ্যানযোগে সরিয়ে নেয়া হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেল, এ অভিযান নিয়মিত পরিচালিত হবে। আবর্জনামুক্ত মাওনা চৌরাস্তা এবং নির্বিঘ্ন ফুটপাথ প্রতিষ্ঠা করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। একইসাথে উড়াল সেতুর নিচে ও আশপাশে শোভাবর্ধনকারী গাছপালা রোপন করা হবে।

সর্বশেষ সংবাদ

ঢাকা বিভাগ এর আরও সংবাদ