শিয়ালের ভয়ে ক্যাম্প ছেড়ে পালালো ইসরাইলের ১৭ সেনা


ই-বার্তা প্রকাশিত: ১৫ই মে ২০১৭, সোমবার  | দুপুর ১২:৫৮ মধ্যপ্রাচ্য

ই-বার্তা।। রাতের অন্ধকারে মাত্র একটি শিয়ালের ভয়ে ইসরাইলের ১৭ সেনা তাদের ক্যাম্প ছেড়ে পালিয়ে যায় বলে খবর পাওয়া গেছে।

জর্দানের জেবিসি নিউজ চ্যানেল জানিয়েছে কিছুদিন আগে শিয়ালের ভয়ে ইসরাইলি সেনাদের পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারনুত লিখেছে, ওই ১৭ ইসরাইলি সেনা অস্থায়ী ক্যাম্পে চাদরের মধ্যে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখন একটি শিয়াল তাদের ওপর হামলা চালায়।

দৈনিকটির প্রতিবেদনে আরো এসেছে, শিয়ালের হামলায় কয়েকজন ইসরাইলি সেনা আহত হয়েছে এবং তারা সবাই পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর আতঙ্কের কারণে তারা ওই এলাকায় টহল দেয়া থেকে বিরত থাকে।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ