আত্মঘাতী বিস্ফোরণে ১১ জনের মৃত্যু
ই-বার্তা
প্রকাশিত: ২০শে মে ২০১৭, শনিবার
| দুপুর ০২:৪৮
মধ্যপ্রাচ্য
ই-বার্তা ডেস্ক ।। জোড়া আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদ। শুক্রবারের এই বিস্ফেরণের স্থল দক্ষিণ বাগদাদের আবু দশির চেকপয়েন্টে৷
জানা গেছে, চেক পয়েন্টের কাছেই পরপর দুটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ হয়। এ ঘটনায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ আহত হয়েছেন ২১ জন৷ হতাহতের সংখ্যা বাড়কে পারে বলে ইরাকি পুলিশের আশঙ্কা রয়েছে।
মৃতদের মধ্যে রয়েছেন তিনজন পুলিশ কর্মী৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার না করলেও, মনে করা হচ্ছে ঘটনমার পিছনে আইএসের হাত রয়েছে৷ পরপর জোড়া বিস্ফোরণে । এই বিস্ফোরোণের পিছনে আইএস জঙ্গি সংগঠনেরই হাত আছে বলে মনে করা হচ্ছে।
ঘটনার পর থেকে বাগদাদ জুড়ে জারি হয়েছে কড়া নিরাপত্তা। চলছে নাকা তল্লাশি৷ আশাপাশের অঞ্চলেও তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷