ডুবোজাহাজ বিধ্বংসী নৌমহড়া চালালো রাশিয়া
ই-বার্তা
প্রকাশিত: ১৬ই মে ২০১৭, মঙ্গলবার
| দুপুর ১২:৫৪
ইউরোপ
ই-বার্তা ।। প্রশান্ত মহাসাগর বহরের ডুবোজাহাজ বিধ্বংসী ক্ষুদ্র জাহাজগুলোর নৌমহড়া চালিয়েছে রাশিয়া। মহড়ায় কল্পিত শত্রুর ডুবোজাহাজ খুঁজে বের করা এবং তাকে ধ্বংস করে দেয়ার অনুশীলন চালানো হয়।
মহড়ায় অংশ নিয়েছে রুশ এমপিকে-১০৭ এবং এমপিকে ৮২ যুদ্ধজাহাজ বহর। শত্রু ডুবোজাহাজের ভূমিকা পালন করেছে রুশ প্রশান্ত মহাসাগর বহরের ডুবোজাহাজ বাহিনী।
মহড়ায় টর্পেডো এবং ডুবোজাহাজ বিধ্বংসী রকেট ছোঁড়ার অনুশীলন করা হয়েছে। অনুশীলনের জন্য ব্যবহৃত গোলাবারুদ এ কাজে ব্যবহার করা হয়। পাশাপাশি রুশ ক্ষুদ্র জাহাজের নৌসেনারা সাগরে মাইন বিছানো এবং কামান ছোঁড়ার অনুশীলন করেছে। সাগর এবং আকাশের লক্ষ্যবস্তু তাক করে কামান ছোঁড়ার অনুশীলন করা হয়েছে।