ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার হলেন বাংলাদেশের সাবিনা আক্তার
ই-বার্তা
প্রকাশিত: ১৯শে মে ২০১৭, শুক্রবার
| দুপুর ১২:৩৫
ইউরোপ
ই-বার্তা ডেস্ক ।। ব্রিটেনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার। প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি এ দায়িত্ব পেয়েছেন।
এর আগে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে নতুন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্সিলার আয়াস মিয়া।
বুধবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সভায় নির্বাহী মেয়র জন বিগস দুই পদের জন্য সাবিনা আক্তার ও আয়াস মিয়ার নাম প্রস্তাব করেন। তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা। মেয়র বিগস নবনিযুক্ত স্পিকার সাবিনা আক্তারকে অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা কামনা করেন