মাহমুদউল্লাহর সামনে নতুন রেকর্ড
ই-বার্তা
প্রকাশিত: ১৯শে মে ২০১৭, শুক্রবার
| সকাল ১১:৫৭
ক্রিকেট
ই-বার্তা।। নতুন রেকর্ড অপেক্ষা করছে মাহমুদউল্লাহ রিয়াদের জন্য। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ২৮ রান করতে পারলেই পঞ্চম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে তিন হাজার রান পূর্ণ করবেন তিনি। এখন পযর্ন্ত ১৩৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৩.৩৯ গড়ে ২৯৭২ রান করেছেন মাহমুদউল্লাহ।
এর আগে বাংলাদেশের হয়ে চার ব্যাটসম্যান ওয়ানডেতে তিন হাজারের বেশি রান করেছেন। সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। ১৬৭ ওয়ানডে ম্যাচে ৩৩.১৫ গড়ে ৫৩৩৮ রান রয়েছে তার ঝুলিতে। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের রান সংখ্যা ৪৭৯৬। তৃতীয় স্থানে মুশফিকুর রহিম। ১৭০টি ওয়ানডেতে ৩১.৪৮ গড়ে ৪১৮৭ রান করেছেন তিনি। তালিকায় চার নম্বরে অবস্থা করছেন মোহাম্মদ আশরাফুল। টাইগারদের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন সাবেক এই অধিনায়ক। ১৭৫টি একদিনের ম্যাচ খেলে ২২.৩৭ গড়ে ৩৪৬৮ রান তার নামের পাশে।
উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজে আজ ডাবলিনে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৩.৪৫টায়। সরাসরি দেখাবে গাজী এবং মাছরাঙ্গা টিভি।
পরবর্তী খবর ফাইনালে পুনের সঙ্গী মুম্বাই