ফাইনালে পুনের সঙ্গী মুম্বাই
ই-বার্তা
প্রকাশিত: ২০শে মে ২০১৭, শনিবার
| সকাল ১১:৫২
ক্রিকেট
ই-বার্তা।। শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে মুম্বাই।এর আগে রাইজিং পুনে সুপার জায়ান্টের কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরেছিল মুম্বাই। সেই ম্যাচ জিতেই ফাইনালের টিকেট নিশ্চিত করে পুনে। যার ফলে ফাইনালে মুম্বায়ের মুখোমুখি হচ্ছে পুনে।
বৃষ্টি ভাবনাকে মাথায় নিয়েই শুরুতে কলকাতাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় মুম্বাই। খেলতে নেমেই মুম্বাইয়ের বোলিং তোপে বেশি দূর আর যেতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ১৮.৫ ওভারে ১০৭ রানেই অলআউট হয়ে যায় তারা। সূর্য কুমার যাদবের ৩১ আর ইশাঙ্ক জাগ্গির ২৮ রান ছাড়া সেভাবে কেউই ব্যাট চালিয়ে খেলতে পারেননি।
মুম্বাইয়ের পক্ষে ৪ ওভারে ১৬ রান দিয়ে একাই ৪ উইকেট নেন কার্ন শর্মা। তিনটি নেন জাসপ্রিত বুমরাহ আর দুটি নেন মিচেল জনসন।
জবাবে খেলতে নেমে ঘাম ঝরাতে হয় মুম্বাইকেও। ৩৪ রানেই হারায় ৩ উইকেট! যদিও শেষ দিকে হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৪৫ রানের সুবাদে ৪ উইকেট হারিয়ে ১৪.৩ ওভারে জয় নিশ্চিত করে মুম্বাই ইন্ডিয়ান্স।
এ নিয়ে চতুর্থবার ফাইনাল খেলবে মুম্বাই।
আগের খবর মাহমুদউল্লাহর সামনে নতুন রেকর্ড
পরবর্তী খবর আইপিএলের ফাইনালে মুখোমুখি পুনে ও মুম্বাই