আগামী আইপিএল খেলছেননা কাটার মাষ্টার


ই-বার্তা প্রকাশিত: ৩০শে মার্চ ২০১৭, বৃহঃস্পতিবার  | রাত ০৯:৪৩ ক্রিকেট

ই-বার্তা প্রতিবেদক :

আগামী আইপিএল খেলতে পারবেননা বলে জানিয়েছেন কাটার মাষ্টার মুস্তাফিজ। তিনি বলেন আগে দেশের হয়ে নিজের সেরাটা দিয়ে পরে অন্য টুর্নামেন্ট নিয়ে চিন্তা করতে চান। ভারতীয় একটি প্রখ্যাত ক্রীড়া ম্যাগাজিনকে তিনি বলেন,‘ আমার মনে হয়না এবার আইপিএল খেলতে পারব। এখনও বিসিবির অনুমতি পাইনি। আর পেলেও খুব বেশি ম্যাচ খেলা সম্ভব বলে মনে হয় না। কারণ মে’র প্রথম সপ্তাহে ফিরতে হবে। তাই এবার কি হয় বলতে পারছি না।’

টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফির পরামর্শেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।মোস্তাফিজ বলেন,‘ ইনজুরি থেকে ফিরেছি, কিন্তু এখনও ফর্ম ফিরে পাইনি।
মাশরাফি ভাই আমাকে আইপিএল না খেলে জাতীয় দল নিয়ে ভাবতে বলেছেন। তার কথাও আমি গভীরভাবে চিন্তা ভাবনা করছি। সামনে জাতীয় দলের অনেক ব্যস্ততা। আমাকে তাই ফিট থাকতে হবে।’

তবে তার দল সানরাইজার্স হায়দরাবাদ তাকে কিছুদিনের জন্য হলেও পেতে চাচ্ছে। শেষতক মুস্তাফিজ কি সিদ্ধান্ত নেন তা সময়ই বলে দেবে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ