বিমান হামলায় সংবাদ সংস্থা ‘আমাক’ এর প্রতিষ্ঠাতা নিহত


ই-বার্তা প্রকাশিত: ১লা জুন ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:৪৪ মধ্যপ্রাচ্য

ই-বার্তা ।। বিমান হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সংবাদ সংস্থা ‘আমাক’ এর প্রতিষ্ঠাতা রায়ান মেশাল নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলে দেইর আল-জর প্রদেশে যুক্তরাষ্ট্রে ওই বিমান হামলা চালায়।

বুধবার রায়ানের মৃত্যুর তথ্যটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন নিহত রায়ান মেশালের ভাই।
ফেসবুক পোস্টে বলা হয়, সিরিয়ার আল-মাদায়িন শহরে রায়ানের বাড়িতে বিমান হামলা চালানো হয়। হামলায় রায়ান ও তাঁর মেয়ে নিহত হয়। রায়ানের আসল নাম বারা কাদেক বলে ওই পোস্টে জানিয়েছেন তাঁর ভাই। এদিকে সিরিয়ার সরকার বিরোধীরাও ইন্টারনেটে রায়ানের মৃত্যুর খবর ফলাও করে প্রচার করছে।

ইন্টারনেটে নজরদারি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের প্রধান রিটা কার্টজ জানান, দেইর আল-জর অঞ্চলে রায়ানের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমাকের মাধ্যমে সন্ত্রাসবাদ সংক্রান্ত বিভিন্ন খবর প্রকাশ করে আইএস। ২০১৪ সালে আমাক প্রতিষ্ঠা করা হয়।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ