ওয়ালটনে নতুন ফোন প্রিমো ‘জি সেভেন প্লাস’
ই-বার্তা
প্রকাশিত: ১লা জুন ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৫:৪৫
স্মার্টফোন
ই-বার্তা প্রতিবেদক।। ওয়ালটনে নতুন ফোন বাজারে আসছে প্রিমো ‘জি সেভেন প্লাস’।এটি ‘জি সেভেন’ মডেলের উন্নত সংস্করণ। নতুন এই হ্যান্ডসেটে রয়েছে ১৬.৭ মিলিয়ন কালার সাপোর্টেড ১২৮০ বাই ৭২০ রেজুলেশনের পর্দা।এতে থাকছে ৫.৫ ইঞ্চির আইপিএস এইচডি প্রযুক্তির ২.৫ডি কার্ভড ডিসপ্লে।
কর্নিং গরিলা গ্লাস ২ প্রযুক্তি রাখা হয়েছে ডিসপ্লেকে আঘাত ও আঁচড় থেকে রক্ষা করতে ।
‘জি৭ প্লাস’-এ ব্যবহৃত হয়েছে ১.৩ গিগাহার্টস গতির কোয়াড কোর প্রসেসর। ২ জিবি রেমএবং ১৬ জিবি স্টোরেজ। তবে চাইলে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আর রয়েছে ২৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি।
পিছনে ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
বাজারে স্মার্টফোনটি বিক্রি হচ্ছে ৮ হাজার ৫৯০ টাকায়।
আগের খবর এইচটিসি ইউ১১ ফোন নতুন ফিচারে
পরবর্তী খবর দাম বাড়বে মোবাইল ফোনের