আসছে শাওমি রেডমি নোট ৫
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০১:৫৫
স্মার্টফোন
ই-বার্তা ।। খুব শীগ্রয়ই বাজারে আসছে শাওমি রেডমি নোট ৪ স্মার্টফোন এমন গুজব শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাদ্ধমে। রেডমি নোট ৪ স্মার্টফোন সিরিজের পরবর্তী সংস্করণটি অপোমার্ট নামক অনলাইন স্টোরে তালিকাভুক্ত দেখা গেছে। তালিকাভুক্তিতে ফোনটি সম্বন্ধে বেশ কিছু তথ্য বেরিয়ে এসেছে।
অপোমার্টের তালিকাভূক্তি অনুযায়ী, শাওমি রেডমি নোট ৫ স্মার্টফোনে ১০৮০*২১৬০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৯৯ ইঞ্চি ফুল স্ক্রিন ডিসপ্লে আছে। ডিভাইসটি মি ইউজার ইন্টারফেস ৯ ভিত্তিক অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেমে চলবে। তাছাড়া ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর।
ডিভাইসটিতে ৩জিবি/৪জিবি র্যা ম এবং ৩২জিবি/৬৪জিবি অভ্যন্তরীন স্টোরেজ থাকবে। তাছাড়া অতিরিক্ত স্টোরেজের জন্য গ্রাহকরা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ডিভাইসটিতে সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশসহ ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে। ডুয়াল সিম সমর্থিত ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে।
এর আগে স্মার্টফোনটি জেডি.কমে দেখা গিয়েছিল। সংবাদমাধ্যম গিজচায়না তালিকাভূক্তিটির তথ্য জনসমক্ষে নিয়ে আসেন। অন্যদিকে শাওমি ইন্ডিয়ার প্রধান মনু কুমারও এক টুইট বার্তায় শাওমির নতুন স্মার্টফোন আসার কথা জানিয়েছেন। তবে টুইট বার্তা থেকে ফোনটি সম্বন্ধে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তী খবর আইফোনে থাকবে ডুয়েল সিম