আইফোনে থাকবে ডুয়েল সিম


ই-বার্তা প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০১৭, শুক্রবার  | দুপুর ০২:৩৩ স্মার্টফোন

ই-বার্তা ।। মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের জনপ্রিয় মোবাইল আইফোন এবার নিয়ে আসছে ডুয়েল সিমের সুবিধা। সাধারণত আইফোন হচ্ছে সর্ব সুবিধার একটি ফোন, তবে ডুয়েল সিমের ব্যবহার না থাকাই অনেকেরই এই নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে। তাই এই অসুবিধার সমাধান করতেই ডুয়েল সিমের ব্যবহার নিয়ে ২০১৮ তে আসছে নতুন আইফোন।

অ্যাপলের পণ্য সম্পর্কে তথ্য ফাঁসে তাইওয়ানভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক মিং-সি কুয়ো মিং-সি বিশেষ খ্যাতি রয়েছে। সম্প্রতি কুয়ো জানিয়েছেন, অ্যাপল ও ইন্টেল এর মধ্যে ডুয়েল সিমের বিষয়টি নিয়ে আলোচনা করেছে।

বর্তমানে সকল অ্যান্ড্রয়েড ফোনে ডুয়েল সিমের সুবিধা থাকলেও আইফোনে এরকম সুবিধা না থাকায় অনেকেই আইফোন ব্যবহারে অনীহা প্রকাশ করতো। এবার হয়তো ডুয়েল সিমের ব্যবহারে অনীহা কমে আসবে অনেকেরই।

সর্বশেষ সংবাদ

স্মার্টফোন এর আরও সংবাদ