লন্ডনে ল্যানচেস্টার ওয়েস্ট এস্টেট ভবনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১২
ই-বার্তা
প্রকাশিত: ১৫ই জুন ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০২:৩২
ইউরোপ
ই-বার্তা ।। ব্রিটেনের রাজধানী লন্ডনের ২৪ তলা ল্যানচেস্টার ওয়েস্ট এস্টেট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২তে পৌঁছেছে। এছাড়া, কয়েক প্রায় অর্ধশতাধিক মানুষ আহত অবস্থায় হাসাপাতালে চিকিৎসা নিচ্ছে।
লন্ডন পুলিশ বলছে, অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে।
গতকাল (বুধবার) সকালের দিকে লন্ডনের ২৪ তলা ল্যানচেস্টার ওয়েস্ট এস্টেট ভবনে আগুন লাগে। সে সময় ভবনের ভেতরে ৬০০’র বেশি মানুষ ছিল এবং তাদের বেশিরভাগই ঘুমিয়ে ছিল।
ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়ে এবং ভবনটি ধ্বসে পড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে সরকারি কর্মকর্তারা ভবনের কাঠামোগত অবস্থা পরীক্ষা করে দেখছেন।
আগের খবর লন্ডনে ২৭ তলা ভবনে আগুন আহত ৩০
পরবর্তী খবর লন্ডনে এবার মুসলিমদের উপর হামলা নিহত ২