লন্ডনে এবার মুসলিমদের উপর হামলা নিহত ২


ই-বার্তা প্রকাশিত: ১৯শে জুন ২০১৭, সোমবার  | বিকাল ০৩:৪২ ইউরোপ

ই-বার্তা ।। লন্ডনের একটি মসজিদের সামনে মুসল্লিদের ওপর পিক-আপ ভ্যান নিয়ে হামলা চালানো হয়েছে। উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় রোববার রাত সাড়ে ১২টার দিকে মুসল্লিরা যখন তারাবির নামাজ আদায় করে মসজিদ থেকে বের হচ্ছিলেন তখন তাদের ওপর এই হামলা হয়।

এ ঘটনায় অন্তত দু’জন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। লন্ডন পুলিশ হামলায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে। পিক-আপের চালক প্রথমে তার গাড়ি মুসল্লিদের ভিড়ের মধ্যে চালিয়ে দেয় এবং এরপর এটি থেমে গেলে গাড়ি থেকে নেমে ছুরি হাতে মুসল্লিদের এলোপাথাড়ি কোপাতে থাকে।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের প্রধান হারুন খান এক টুইট বার্তায় বলেছেন, পবিত্র মাহে রমজানে পিক-আপ ভ্যানটি পূর্ব পরিকল্পিতভাবে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে।
চলতি মাসের গোড়ার দিকে ব্রিটেনের রাজধানীর লন্ডন ব্রিজে একই ধরনের সন্ত্রাসী হামলায় আটজন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছিল। সেখানেও সন্ত্রাসীরা একটি সাদা কাভার্ড ভ্যান ভিড়ের মধ্যে চালিয়ে দেয়। এরপর ভ্যানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যাওয়ার পর একাধিক ব্যক্তি এটি থেকে নেমে সাধারণ মানুষকে ছুরি দিয়ে কোপাতে থাকে।

ওই ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ‘অচিরেই’ এ ধরনের আরো সন্ত্রাসী হামলা হতে পারে।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ