প্রেমিকাকে লেখা মহাবীর নেপোলিয়নের চিঠি
ই-বার্তা
প্রকাশিত: ২৯শে জুন ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ১২:৩৯
কবিতা
ই-বার্তা ।। সারা বিশ্বের সবর্কালের অন্যতম সেরা সেনাপতিদের মধ্যে স্মরণীয় হয়ে আছেন নেপোলিয়ন বোর্নাপাট। পৃথিবী জয়ের নেশাই একে একে অংশ নিয়েছে র্দুসাহসিক সব অভিযানে।জয় করেছেন পার্শ্ববতী দেশ। সাধারণ এক সেনা থেকে হয়েছেন ফ্রান্সের সম্রাট।যুদ্ধ-বিগ্রহে ঠাসা এই ফরাসি বীরের জীবনে একটা গুরুত্বর্পূণ অংশজুড়েই আছেন তারা প্রেমিকা। অন্যান্য প্রেমিকা, স্ত্রী ও রক্ষিতাদের তালিকা ছারিয়ে একটা নামই এসেছে ঘুরেফিরে। ইতিহাস তাকে চেনে জোসেফাই নামে। ইতিহাসে নেপোলিযন- জোসেফেইনের প্রেম আলাদা একটা স্থান দখল করে আছে। প্রেমিকা জোসেফাইনকে লেখা নেপোলিয়নের চিঠি।
সিটিজেনেস জোসেফাইন বোনাপার্ট এপ্রিল 3, 1796
প্রিয়,
আমি তোমার সমস্ত চিঠিই পেয়েছি ৷ কিন্তু কোনওটাই শেষ চিঠির মতো এতটা আমার মনে ছাপ ফেলতে পারেনি ৷ প্রিয়তমা, কেমন করে তুমি এরকম একটা চিঠি আমাকে লিখতে পারলে ! তুমি কি জানো না আমার দুঃখ-বেদনাকে বাদ দিয়েই আমি কতটা সঙ্কটের মুখে আছি ৷ কী স্টাইলে, কী অনুভূতি তুমি আমাকে দেখাতে চাইছ ! সেগুলো পুড়ে গেছে, এবং আমার হূদয় কেউ ছারখার করে দিয়ে গেছে ৷
আমার এক এবং একমাত্র জোসেফাইন, তুমি ছাড়া আমার জীবনে কোনও আনন্দই নেই়, তুমি ছাড়া গোটা বিশ্বই যেন মরুভূমি, যেখানে মরূদ্যান বলতে কেবল মাত্র আমিই, যেখানে আমি মনের কথা বলতে পারি না ৷ তুমি আত্মার থেকেও আরও বড় কিছু আমার থেকে ছিনিয়ে নিয়েছ৷ তুমিই আমার জীবনের একমাত্র চিন্তামণি ৷
যখন আমি কাজের ভারে ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে যাই, যখন আমি সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজতে চাই, যখন লোকেরা আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করে, বিরক্ত করে, যখন বেঁচে থাকতেও আমার ঘৃণা হয়, আমি বুকের উপর হাত রাখ়ি, তোমার ছবি সেখানে টাঙানো থাকে, আমি সেটার দিকে তাকাই ৷ ভালোবাসাই আমাকে প্রকৃত আনন্দ এনে দেয়৷ সমস্ত কিছুই দূর হয়ে যায়, শুধু যে সময়টা আমি আমার প্রেমিকার সঙ্গে কাটিয়েছি ৷ কী জাদুতে তুমি আমার সমস্ত কিছুই বন্দি করে নিয়েছ ? জোসেফাইনের জন্য বেঁচে থাকা আমার কাছে ইতিহাস হয়ে থাকবে ৷
আমি তোমার কাছে আসতে চেষ্টা করছি ৷ কিন্তু আমি কী বোকা ! খেয়ালই করিনি যে তুমি আর আমি ক্রমে সরে যাচিছ ৷ কতগুলি দেশ আমাদের আলাদা করে রাখবে ! আমার প্রিয়তমা ! আমি জানি না আমার ভাগ্যে কী আছে, কিন্তু যদি তা এখনও আমার থেকে তোমাকে দূরে রাখতে চায়, তাহলে সেটা অসহ্য হয়ে উঠবে ! আর তখন এই অদম্য সাহসও আমার কাছে কম মনে হবে ৷
একসময় আমি আমার সাহস নিয়ে ভীষণ গর্ব বোধ করতাম ৷ আবার কখনও ভাবতাম যে মৃত্যু কিছু বুঝে ওঠার আগেই তা কেড়ে নিয়ে চলে যাবে৷ কিন্তু, আজকে জোসেফাইন বিপদের মধ্যে দিন কাটাচেছ বা সে অসুস্হ়, এই সমস্ত চিন্তাধারাতেই জোসেফাইন যে আমাকে ভালোবাসে তা আমাকে স্বস্তি দিচেছ না, প্রতিহিংসার সাহস এবং রাগ থাকা সত্ত্বেও আমার রক্ত চলাচল শিথিল করে দিচেছ এবং আমাকে আরও বেশি দুঃখিত ও বিষন্ন করে তুলছে ৷
তোমাকে না ভালোবাসতে পেরে মারা যাওয়া, তোমাকে না জানতে পেরে মারা যাওয়া নরক যন্ত্রণার সমান, যেন চূড়ান্ত শূন্যতার জীবন্ত প্রতিবিম্ব ৷ আমার যেন দম বন্ধ হয়ে আসছে ৷ আমার একমাত্র সঙ্গিনী যাকে ভাগ্য জীবনের দুঃখসম পথে হঁাটতে বাধ্য করেছে, যেদিন আমি তোমাকে হারাব, সেদিনই প্রকৃতি তার উষ্ণতা হারাবে, আর আমার জীবন বলে কিছু থাকবে না ৷ আমি এখন থামছি প্রিয়তমা়, আমার হূদয় দুঃখে ভরে গেছে, শরীর পরিশ্রান্ত, আমার উদ্যম নিঃশেষ ৷ এখন আমার উপর মানুষ ভর করেছে ৷ আমি তাদের ঘৃণা করি ৷ তারা আমাকে হূদয় থেকে আলাদা করতে চাইছে ৷ অজনেলিয়ার কাছে পোর্ট মরিসে আছি ৷ আগামীকাল আলবেনজা যাব ৷
আমি বুয়েলিউকে নিয়ে সন্তুষ্ট়, সে তার পূর্বসূরীর থেকেও বেশি ক্ষমতাবান৷ আশা করি, আমি তাকে অজান্তেই পরাজিত করব ৷ ভয় পেয়ো না ৷ তোমার চোখের মতোই আমাকে ভালোবাসো়, কিন্তু সেটাই যথেষ্ট নয় ৷ তোমার মতো, তোমার থেকেও বেশি, তোমার চিন্তাধারার থেকেও বেশি, তোমার জীবনের চেয়েও, তোমার সবকিছুর থেকেও ৷
আমাকে ক্ষমা করো, প্রিয়া, আমি উন্মাদ়, কেউ যখন গভীরভাবে ভাবে, তখন তার কাছে প্রকৃতিও শূন্য মনে হয়, যখন তুমি কাউকে ভালোবাসো তখনও তার একই মনে হয় ৷
ইতি
বোর্নাপাট
আগের খবর আদুরিনি
পরবর্তী খবর তোমাকে না লেখা চিঠি