কতটা একা আমি -আদেল পারভেজ
ই-বার্তা
প্রকাশিত: ২২শে আগস্ট ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৩:০৮
কবিতা
সময়ের ঘোড়া নিয়ে ছুটছ তুমি
আমি তাকিয়ে শুধু-
ঝরাপাতাদের কান্না শুনি।
উদাসী চোখে কেবল,
গোধূলির রঙ আর বেলাভূমি।
কোন নবীন শিকারীর হাত থেকে-
বেঁচে যাওয়া একটি কালো সারস,
তার কাছ থেকে আজ নতুন করে-
বেঁচে থাকার আনন্দ খুঁজি।
অন্ধকার ক্রমশ গিলেছে আমাকেই
অস্তিত্বের সংকটে যে নদী বৃষ্টির অপেক্ষায়,
সেই কেবল বুঝে কতটা একা আমি।
আগের খবর তোমাকে না লেখা চিঠি
পরবর্তী খবর ছন্নছাড়া