ছন্নছাড়া


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০১৭, বুধবার  | দুপুর ০২:৩২ কবিতা

আমি ক্লান্ত, হেঁটেছি আমি সারাবেলা,
ওই সরণীর সাথে আমার চিত্ত করে খেলা...
ভাঙা ভেলা অবহেলা, গগণে অচিন পাখির মেলা,
ওই নীড়ের বাঁধন কেন এমন ঢিলেঢালা...
বিধ্বস্ত ধ্বনি আমার বিধ্বস্ত পৃথিবী,
বিধ্বস্ত স্বপ্নে আমার বীভৎস তার ছবি...
কোন অদ্ভুত কোলাহলে, সব কামনা দিয়ে জলে,
অতপর লিখছি আমি বসে এ কোন বেড়াজালে...
অবশেষে ডাকিতে যাই, আমি ডাকিতে জানি না,
আমার সুপ্ত শব্দ কেন পাখা মেলে না...
সব জঞ্জাল চিড়ে, শিকল ছিরে বেরোতে পারে না,
তাই মহাকাল হয়ে গেছে তার শেষ ঠিকানা...
চারিদিক নিব্রিত, আমার হেমন্তের আগে শীত,
বসন্তটা আজ কেন হাঁসে ফিক ফিক...
ওই মহাকালের হলুদ পাতার সবুজ কেন গন্ধ,
হারিয়ে যাই, খুজে না পাই, আমার সপ্নের সাথে দন্দ...
-Franklin Travious

সর্বশেষ সংবাদ

কবিতা এর আরও সংবাদ