বন্ধ আল-আকসা মসজিদ


ই-বার্তা প্রকাশিত: ১৬ই জুলাই ২০১৭, রবিবার  | রাত ১২:০১ মধ্যপ্রাচ্য

ই-বার্তা।। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ। গত শুক্রবার ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নাগরিক ও ফিলিস্তিনিদের গুলিতে দুই ইসরায়েলি পুলিশ নিহতের পরপরই জুমার নামাজ বন্ধ করে দেয় ইসরায়েল। পরে মসজিদটি বন্ধের কথা জানানো হয়।


ইসরায়েল পুলিশের দাবি, ওই তিনজন গুলি ছুঁড়ে অপর তিন ব্যক্তিকে আহত করে পালানোর সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তারা নিহত হয়।

এ ঘটনায় জেরুজালেমের শীর্ষ মুসলিম নেতা শেখ মুহাম্মদ আহমেদ হুসেইনকে আটক করা হয়। তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং কাছাকাছি উন্মুক্ত স্থানে নামাজ পরিচালনা করেন। এর পরই ইসরায়েলি পুলিশ তাকে আটক করে। পরে তাকে ২৮০০ মার্কিন ডলার মুচলেকায় জামিন দেওয়া হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জুমার নামাজের আগে বন্দুকধারী তিন ফিলিস্তিনি আল আকসা মসজিদ কম্পাউন্ডে দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ সময় ইসরায়েলি পুলিশ গুলি করে ওই ফিলিস্তিনিদের হত্যা করে। আল-আকসা মসজিদের ব্যবস্থাপকরা জানিয়েছেন, দুই ফিলিস্তিনির মৃতদেহ মসজিদসংলগ্ন প্রাঙ্গণে পড়ে ছিল।

হাজার বছরের ঐতিহ্যবাহী পবিত্র আল আকসা মসজিদ মুসলিম ধর্মাবলম্বীদের কাছে তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে বিবেচিত। ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের কাছে এটি অত্যন্ত পবিত্র স্থান।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ