সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র উদ্ধার
ই-বার্তা
প্রকাশিত: ১৮ই জুলাই ২০১৭, মঙ্গলবার
| রাত ০১:২০
মধ্যপ্রাচ্য
ই-বার্তা।। সিরিয়ার লাতাকিয়া প্রদেশ থেকে ট্যাংক বিধ্বংসী মার্কিন ভারী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার উদ্ধার করেছে দেশটির সরকারি বাহিনী। মাইন অপসারণ অভিযান চালানোর সময়ে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের খোঁজ পায় সরকারি বাহিনী।
লাতাকিয়া গ্যারিসনের প্রকৌশল বিভাগের কমান্ডার জেনারেল রাফি মুহাম্মদ মাগদি জানান, এতে ৩০টির বেশি ট্যাংক বিধ্বংসী মার্কিন ভারী ক্ষেপণাস্ত্র ছিল। লাতাকিয়ায় সরকারি বাহিনী এ পর্যন্ত ৮০০ উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে।
জুলাই মাস থেকে ওই এলাকায় মাইন অপসারণের তৎরতার শুরুর পর ১১টি গ্রামে এগুলোকে নিষ্ক্রিয় করে দেয়া হয় বলে জানান তিনি। তিনি আরো জানান, এলাকাটি এখন বাস্তুচ্যুত অধিবাসীদের ফিরে যাওয়া উপযোগী হয়েছে।
মাইন অপসারণ অভিযান চালানোর সময়ে সরকারি বাহিনীর কেউ হতাহত হয়নি উল্লেখ করে তিনি আরো জানান, সিরিয়ার রুশ আমর্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল মাইন অ্যাকশন সেন্টার থেকে তারা এ কাজের প্রশিক্ষণ নিয়েছেন।
আগের খবর বন্ধ আল-আকসা মসজিদ
পরবর্তী খবর ফিলিস্তিনের পাশে থাকার আশ্বাস দিলেন চীন