ফিলিস্তিনের পাশে থাকার আশ্বাস দিলেন চীন


ই-বার্তা প্রকাশিত: ২০শে জুলাই ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৪:২৬ মধ্যপ্রাচ্য

ই-বার্তা।। ফিলিস্তিনি নাগরিকদের পক্ষে চীনের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকের পর একথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের সংগ্রামের পক্ষে নিজেদের সমর্থন অব্যাহত রাখবে চীন। চীন সবময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পাশে রয়েছে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ওয়াফার প্রতিবেদনে মাধ্যমে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ফিলিস্তিন-ইসরায়েল শান্তিচুক্তির ব্যাপারেও আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে চীন।

বৈঠকে শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, চীন সবসময়ই ফিলিস্তিনের ভালো বন্ধু। তারা সবসময়ই পাশে আছেন।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ