অবৈধভাবে সৌদিতে অবস্থানরতদের দেশে ফেরার আহ্বান


ই-বার্তা প্রকাশিত: ২৯শে জুলাই ২০১৭, শনিবার  | বিকাল ০৩:৪০ মধ্যপ্রাচ্য

ই-বার্তা ।। অবৈধভাবে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরার আহ্বান জানিয়েছেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। সৌদি আরবের দাম্মামে ‘সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও বাংলাদেশ সোসাইটি’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। শুক্রবার বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, অবৈধ কাজে জড়িত হয়ে দেশের সম্মান ক্ষুন্ন করবেন না। অবৈধ প্রবাসীরা দেশে ফেরত গেলে আবার সৌদি আরবে ফেরত আসার সুযোগ পাবেন।

গোলাম মসিহ বলেন, প্রবাসীরা যেন হয়রানি ছাড়া পাসপোর্ট পেতে পারেন, তার জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে এবং সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সেবা দিচ্ছে। রাষ্ট্রদূত পৃথকভাবে দাম্মামের দুটি বড় কোম্পানি ইসাদ ও ইমদাদের মালিকপক্ষের সঙ্গে বৈঠক করে কর্মী নেয়ার আগে প্রশিক্ষণের ওপর জোর দিয়ে বলেন, এর ফলে সময় ও অর্থের সাশ্রয় হয়।

মতবিনিময় সভায় দূতাবাসের কাউন্সিলর মোহাম্মাদ সারওয়ার আলম, প্রথম সচিব মোহাম্মাদ আসাদুজ্জামান, দ্বিতীয় সচিব মোহাম্মাদ ফকরুল ইসলাম, সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মাদ আবদুল ওয়াহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ