প্রবাসী বাঙ্গালীদের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১


ই-বার্তা প্রকাশিত: ২রা আগস্ট ২০১৭, বুধবার  | দুপুর ০২:৪১ মধ্যপ্রাচ্য

ই-বার্তা ।। প্রবাসী বাংলাদেশিদের দুগ্রুপের মধ্যে সংঘর্ষে কুয়েতের হাসাবিয়ায় আবদুর রউফ নামে একজন নিহত হয়েছেন।

নিহতের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন। আহতের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ভিসা সংক্রান্ত বিষয়ে আলাপ-আলোচনার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কুয়েত পুলিশ ৯ জনকে আটক করেছে।

এদিকে নিহতের লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে দূতাবাসের সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ